NEWS IN BENGALI

তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল বিশিষ্ট পাকা ভবনের শুভ দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব


এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ও ফলক উন্মোচন করে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল বিশিষ্ট পাকা ভবনের শুভ দ্বারোদঘাটন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার বিকাল আনুমানিক তিনটা নাগাদ। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী,২৯ কৃষ্ণপুরের বিধায়ক ডঃ অতুল দেববর্মা, খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দন সহ একাধিক আধিকারিকরা।

এদিনের এই অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র লতা মঙ্গেসকর ও প্রয়াতঃ  ভারতের সেনা অধিনায়ক বিপিন রাওয়াত- এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান  মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জানা যায়, দীর্ঘ বছর পূর্বে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়- এর জন্য ৬০ কানি নিজ জায়গা দান করেন মুনিপদ জমাতিয়া, পরে এদিনের এই অনুষ্ঠানে মুনিপদ জমাতিয়া পরিবারের বংশধর কার্তিক জমাতিয়াকে উষ্ণ চাদর পরিয়ে সম্মাননা প্রদান করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দ্বিতল ভবনের শিলান্যাস হয়েছিল ২০১৭ সালের মার্চ মাসে।

প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই বিদ্যালয়ের নতুন ভবন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের শিক্ষার বিভিন্ন উন্নতির দিকগুলি তুলে ধরেন। তিনি সরকারের আমলে উন্নয়ন মূলক কাজে অনীহা বিষয়ক সমালোচনায় মুখরিত ছিলেন । রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন প্রকল্প সম্পর্কেও তিনি আলোকপাত করেন।শেষে জেলা ভিত্তিক বিজ্ঞান মেলায় আগত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মডেলগুলিও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথি এবং দপ্তরের আধিকারিকগন।

Most Recent