NEWS IN BENGALI

এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মজয়ন্তীতে হচ্ছেনা শোভাযাত্রা।


ভিলেন মহামারী করোনা। গোটা দেশের সাথে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে ও মহামারী করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আবহে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন কঠোর প্রশাসনিক বিধি জারি করেছে। এবার আগরতলা শহরের বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্ম উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী শোভাযাত্রা হবে না।

স্কুলের ভেতরেই হবে পুরো আয়োজন।১২৬ তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম উৎসব অনুষ্ঠানের আয়োজন হিসেবে পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, বেলুন উড্ডয়ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন, নৃত্য ও সংগীত এবং বক্তাদের ভাষণ পর্ব থাকছে। উপস্থিতি ও থাকবে কোভিড বিধি মেনে।

আনুষ্ঠানিকভাবে  নেতাজি সুভাষ বিদ্যানিকেতন কর্তৃপক্ষ কথা বলবেন বটে, তবে শোভাযাত্রার সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। ঐতিহ্যবাহী আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের শোভাযাত্রার অপেক্ষায় থাকেন শহরবাসী। হয়তো পরিস্থিতি ভালো হলে ২০২৩ সালের ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বের হবে পুরনোর ঐতিহ্য মেনেই।

 

Most Recent