NEWS IN BENGALI

মুখ্যমন্ত্রী হেল্পলাইন সেন্টার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব


বুধবার আগরতলা ইন্দ্রনগরস্থিত ডিরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজিতে মুখ্যমন্ত্রী হেল্পলাইন সেন্টার পরিদর্শনে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য হল এখানে ই আর এস সিস্টেম যেটা পুলিশ বিভাগ থেকে ডি আই টি 'তে শুরু হয়েছিল এই বিল্ডিংয়ে।

তার মধ্যে ইমারজেন্সিতে এখানে ফোন করা হলে ২৪ ঘন্টা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কর্মী রয়েছেন।তাছাড়া ১১২ নাম্বারের ফোন করা হলে যারাই ফোন করবে তাদের সব সমস্যা সমাধান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।মুখ্যমন্ত্রী আরও বলেন, দিনে আটশ'র কাছাকাছি ফোন আসে আর সেগুলোকে সমাধান করা ই আর এস সিস্টেম-এর মাধ্যমে। আর তার পরবর্তী সময়ে ত্রিপুরা সরকার অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী হেল্প্ললাইন চালু করেছে যেটা ১৯০৫।

১৯০৫-এ যারাই ফোন করবে তাঁদের সবাইকে সাহায্য করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।১৯০৫ নাম্বারের ফোন করলে প্রায় ৩৬ জন লোক মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারের ফোন রিসিভ করে এবং বাকী ৪ জন তাঁদের সাহায্য করার জন্য রয়েছে,এবং ১ জন প্রজেক্ট ম্যানেজার রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। জনগনের দু:খ সমাধানের জন্য তাদের সবসময় প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এবং এবং যখনই প্রয়োজন হবে তাদের সাহায্য করতে বলা হয়েছে।

Most Recent