NEWS IN BENGALI

ভেষজ আবির দিয়ে এবারে রঙের উৎসব পালন করার আহ্বান করলেন মুখ্যমন্ত্রী


ত্রিপুরা লক্ষ্মীবিল থেকে আগত সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের দ্বারা তৈরি ভেষজ আবির তুলে দেওয়া হয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে। মহিলাদের স্বাবলম্বী করার দিকে আরও একধাপ এগিয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্য। সামনে রঙের উৎসব এবং ভেষজ আবির দিয়ে এবারে রঙের উৎসব পালন করার আহ্বান করলেন মুখ্যমন্ত্রী।

জানা যায় এই ভেষজ আবির তৈরি হয়েছে আমাদের নিত্যদিনের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে।  মুখ্যমন্ত্রী বলেনআনন্দময় রঙের উৎসব হোলিকে স্বাস্থ্য-সম্মত ও ক্ষতিকারক রাসায়নিক সংস্পর্শমুক্ত রাখতে ত্রিপুরাতেই এখন তৈরী হচ্ছে ভেষজ আবির  l দক্ষতাবর্ধক সরকারি প্রশিক্ষণলব্ধ মহিলারাই এখন স্বনির্ভরতার ভাবনায় অনুপ্রাণিত হয়ে গৃহস্থালীর কাজের পাশাপাশি অবসর সময়ে অনায়াসে এই ধরনের ক্ষতিকারক প্রভাবমুক্ত আবির প্রস্তুতের মাধ্যমে নিজেরা আত্ম-নির্ভরশীল হওয়ার পাশাপাশি অন্যদের রোজগার সৃজনের সুযোগ তৈরী করছেন  l 

  মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত গুচ্ছ ইতিবাচক পদক্ষেপের সুফল-স্বরূপ, আর্থিক সহায়তা, ন্যায্যমূল্যের দোকানে বিপনন, সহজ শর্তে ঋণের সুযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সরলিকরণ মহিলাদের পেশাদারী ক্ষেত্রে আরও উজ্জীবিত করছে l স্থানীয় উপলব্ধ ভেষজ উপকরণ, গাজর, গাদা ফুল, নীলকণ্ঠ, পলাশ, বিট, পালং পাতা,  সিম পাতা,  বাঁধা কপি পাতা, হলুদ সহ নানান ফুল ফল সবজি ও সেগুলির অবশিষ্ট অংশ দ্বারা লক্ষীবিলে প্রাথমিকভাবে সোসাইটির মাধ্যমে এই আবির প্রস্তুত হচ্ছে l

Most Recent