NEWS IN BENGALI

নানান প্রতিকূলতার মধ্য দিয়ে লোকজনের সুরক্ষা প্রদানে কর্তব্য পালন করে যাচ্ছে ১৫৬ নং ব্যাটেলিয়ান-এর বি এস এফ জোওয়ানরা


ভারতমাতার রক্ষা ও লোকজনদের রক্ষা করার জন্য প্রতিনিয়ত দিবারাত্র কাজ করে যাচ্ছে ১৫৬ নং ব্যাটেলিয়ান-এর বি এস এফ জোওয়ানরা। দেশবাসী যখন রাত্রিবেলায় সুখের নিদ্রায় আচ্ছন্ন থাকে সেই সময় যাতে করে দেশবাসীর নিদ্রায় কোনো প্রকার ব্যাঘাত না ঘটে তার জন্য গভীর জঙ্গলে একা কৃতিত্বের মধ্য দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে বি এস জোওয়ানরা।  নানান প্রতিকূলতার মধ্য দিয়ে বি এস এফ জোওয়ানদের কর্তব্যপালন করতে হয়।এই নিয়ে আমাদের সংবাদমাধ্যমের সামনে ১৫৬ নং বিএসএফ ব্যাটেলিয়ান-এর এসিস্টেন্ট কমানডেন্ট ও বি এস এফ জোওয়ানরা জানান, উনাদের কতর্ব্য পালন করতে অনেক সমস্যর সন্মুখিন হতে হয়। 

উনারা গোমতী ত্রিপুরা জেলার ভগবান টিলা, ধনেয়াবাড়ী, রুস্তম পাড়া, গোলমনি পাড়া, জেসি বাড়ী, চাপলিংছড়া এলাকায় মোট ৫০ কিলোমিটার বর্ডার এলাকা রক্ষনার্থে কাজ করে যাচ্ছে। সীমান্তের উপার থেকে লোকজন যাতে করে ভারতের ও ত্রিপুরার লোকজনদের কোনোপ্রকার ক্ষতি করতে পারে তার জন্য দিবারাত্র কাজ করে যাচ্ছে বি এস এফ জোওয়ানরা।  উনারা জানান, উনাদের কর্তব্য পালনে বিশেষ করে যাতায়তের ও নেটওয়ার্কের অসুবিধার সন্মুখিন হতে হয়।  বর্ষাকালে উনাদের কর্তব্য পালনে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়। 

তার পাশাপাশি এই এলাকায় অনেক সাপের উপদ্রব রয়েছে ও ম্যালেরিয়ার প্রভাব ব্যাপকহারে রয়েছে। বি এস এফ জোওয়ানরা কর্তব্যপালন করে অবসর সময়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলার জন্য পাহারের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেরায়।  এর মূল কারন, উনারা যেই জায়গায় রয়েছেন সেখানে সঠিকভাবে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়না।  তাই উনারা নেটওয়ার্ক খোজ করতে উনাদের অবসর সময়ের অধিকাংশ সময় চলে যায় বলে জানান। 

এছারা উনারা যে জায়গায় রয়েছেন, সেখান থেকে লোকজনের বসতবাড়ী অনেকদূরে, তাই উনারা দীর্ঘসময় পর্যন্ত নিজেদের জোওয়ান ছাড়া অন্য কাউকে দেখতে পাননা।  সব কিছু মিলিয়ে বিএসএফ ব্যাটেলিয়ান-এর লোকজনেরা এক পরিবারের মতো থেকে লোকজনের সুরক্ষায় সমস্ত প্রতিকূলতার মধ্যে নিজেদের দুঃখ কষ্টভূলে কর্তব্য পালন করে যাচ্ছে।

Most Recent