NEWS IN BENGALI

ত্রিপুরা রাজ্যের প্রত্যেক গৃহস্থের বাড়িতে মকর সংক্রান্তির উপলক্ষে হিন্দু ধর্মের লোকেরা সকাল সকাল সমাজের মঙ্গল কামনার্থে নগর কীর্তন বের করেন


আজ মকর সংক্রান্তি  উপলক্ষে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক গৃহস্থের বাড়িতে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠে-পুলি সঙ্গে বিভিন্ন ধরনের রান্না।এবং তাঁর সাথে চলছে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন মকর সংক্রান্তি এলেই পিঠে   পুলির স্বাদ মনে পড়ে যায়। ভুরিভোজ ছাড়া যে কোন ও উৎসবই ফিকে হয়ে যায়। মকর সংক্রান্তির দিনে বাঙালি পরিবারে নানান ধরনের পিঠে পুলি তৈরি করা হয়।

কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন আর তার মধ্যেই অন্যতম একটি পার্বণ হলো পৌষ পার্বণ যা পিঠে পার্বণ ও মকর সংক্রান্তি নামে পরিচিত। পৌষ সংক্রান্তিতে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে চলছে হরিনাম সংকীর্তন। মকর সংক্রান্তিতে মহাভারতে পিতামহ ভীষ্ম শরশয্যা ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন।তাই মকর সংক্রান্তির এই দিনটিতে হরিনাম সংকীর্তন করা হয়।

পৌষ মাসের সংক্রান্তির দিনে হিন্দু ধর্মের লোকেরা সকাল সকাল দেশ ,দশ ও সমাজের মঙ্গল কামনার্থে নগর হরিনাম সংকীর্তনে বের হয়। উদ্দেশ্য একটাই সমাজের সকল স্তরের মানুষজনদের মঙ্গল কামনার্থে সুন্দর সুন্দর আলপনা আঁকা বাঙ্গালি গৃহস্থের উঠোনে ধূপ, পুষ্প দিয়ে  প্রার্থনা করা। 

প্রত্যেক বছর হিন্দুশাস্ত্র মোতাবেক আজকের এই দিনে প্রত্যেক এলাকার নবীন-প্রবীণ সকলে একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন এবং লুট নিতে বের হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বর্তমান করোনা মহামারির তৃতীয় ঢেউ ওমিক্রণের প্রভাবে গোটা দেশ যখন বিপদগ্রস্ত তখন সেই পরিস্থিতিকে মান্যতা দিয়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে হরিনাম সংকীর্তন এবং লুট নিতে বের হয়ে এ বছর উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর মহাকুমার অন্তর্গত জ্বলাবাসা এলাকার নবীন-প্রবীণ, কচিকাঁচা থেকে শুরু করে ‌উভয় অংশের মানুষজন।

Most Recent