NEWS IN BENGALI

মুখ্যমন্ত্রীর বিপ্লব কুমার দেব সরকারি বাসভবনে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন


আগরতলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে  প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।মুখ্যমন্ত্রী বলেন, রবিবার সকালে প্রয়াত হন সুরের সরস্বতী লতা মঙ্গেশকর। রবিবার সকাল ৮টা ১২মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাস মুক্ত হয়েছিলেন ভারতের 'কোকিলকণ্ঠী'।

কিন্তু করোনা পরবর্তী জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামধানী জানান, মাল্টি অর্গ্যান ফেলিয়ারের জেরেই মৃত্যু হয়েছে 'কোকিলকণ্ঠী' লতা মঙ্গেশকরের।সেই খবরে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে।আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সুর সম্রাজ্ঞী, ভারত রত্ন লতা মঙ্গেশকরজির ছবিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন।

Most Recent