সীমান্তবর্তী এলাকায় বেসরকারী ঠিকাদার সংস্থার কাঁটাতারের কাজ করতে এসে ১৫ বছরের এক নাবালক শিশুর মৃত্যু
Feb 20, 2022ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের কাজ করতে এসে ১৫ বছরের এক নাবালক শিশু বেসরকারী ঠিকাদার সংস্থার ক্যাম্পে আজ ভোরবেলায় মৃত্যুর কারণ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, দক্ষিন ত্রিপুরা জেলা করবুক মহাকুমা সাব্রুম থানার অন্তর্গত মাগ্রুম এডিসি ভিলেজে। ঘটনার বিবরণে জানা যায়, CPWD দপ্তর থেকে কাঁটাতারের নালার কালভার্ট নির্মানের জন্য বরাক পায় আগরতলা ঊষাবাজার অবস্থিত উওম দেব নামে এক ঠিকেদার।
শিলাছড়ি থানার অন্তর্গত আইলমারার এডিসি ভিলেজের বাসিন্দা উওম মগের মৃত ১৫ বছরের ছুঁয়ো মগ নাবালক ছেলেটি মাগ্রুম এডিসি ভিলেজে বেসরকারী ঠিকাদার সংস্থা উওম দেবের ক্যাম্পে থেকে দীর্ঘদিন যাবত কাঁটাতারের নালার কালভার্ট নির্মানের কাজ করে আসছেন। ঠিকাদার সংস্থার ক্যাম্প সূত্রে জানা গিয়েছে, গভীর রাত আনুমানিক একটা থেকে দেড়টার সময় মৃত নাবালক ছেলেটি হঠাৎ মাথায় ও বুকে ব্যথা উঠেছিলো।
তখন সকলে মিলে মৃত নাবালক ছেলেটিকে বুকে- পিঠে গরম ছেক দেওয়া হয়। এরপর মৃত ছুঁয়ো মগকে ঘুমিয়ে পড়ার জন্য বলা হয়। এরপর আবার ভোর সাড়ে চারটার সময় আবারো মাথা ও বুকে ব্যাথা উঠে নাবালক শিশুটির। অবস্থা বেগতিক দেখে ক্যাম্পের অন্যান্য শ্রমিকরা মাগ্রুম বিএসএফ ক্যাম্পে খবর দিয়ে ছেলেটিকে বিএসএফের গাড়ীতে করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করতে গিয়ে নাবালক শিশুটিকে মৃত বলে সাথে সাথে ঘোষণা করেন।
এই ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজনরা ও আত্মীয় পরিজনরা দূরদূরান্ত থেকে ছুটে আসেন সাব্রুম মহকুমা হাসপাতালে। তাদের অভিযোগ, নাবালক ছেলেটিকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। তাদের ছেলের আগে কখনো কোন রোগ-ব্যাধি ছিলনা। এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ছুটে যায় সাব্রুম থানার পুলিশ। এই ব্যাপারে হাসপাতালের কর্মরত ডাক্তার শম্ভু মজুমদার জানান ময়নাতদন্তের পর সবকিছু উঠে আসবে।
এই দিকে সাব্রুম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনার খবর আইলমারার এডিসি ভিলেজে পৌঁছতেই মুহুর্তের মধ্যেই গোটা গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আবার অন্যদিকে সাব্রুম মহকুমার সচেতন মহল বলতে শুরু করেছেন বেসরকারি ঠিকাদার সংস্থা এসমস্ত ভারী কাজে কেন নাবালক শিশুদের দিয়ে কাজ করাচ্ছেন ? সূত্রে আরো জানা গেছে, আগরতলা ঊষা বাজারস্থিত উওম দেবের সাব্রুমের মাগ্রুম ক্যাম্পে প্রচুর নাবালক শিশু দিয়ে কাজ করাচ্ছেন। এখন দেখার বিষয় দক্ষিন ত্রিপুরা জেলা সাব্রুমের শ্রমদপ্তর এই বেসরকারি সংস্থার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ গ্রহণ করে ?